দৈনিক মাথাপিছু মাছ গ্রহনের পরিমান ৬০ গ্রামে উন্নীতকরণ;
বর্ধিত জনগোষ্ঠীর জন্য প্রক্ষেপিত মৎস্য চাহিদা ৪৫.২৮ লক্ষ এম. টন পূরণ করার পাশাপাশি স্থানীয় ঘাটিত পূরনের লক্ষ্যে সকল জলাশেয় মাএছর উৎপাদন বৃদ্ধির জন্য খামারী/চাষি পর্যায় পরামর্শ প্রদান, উপকরণ সংগ্রহে সহযোগী প্রদানের পাশাপাশি বৈজ্ঞানিক পদ্ধিতে প্রযুক্তি ভিত্তিক মাছ চাষ সম্প্রসারণ, প্রশিক্ষণ প্রদান;
বেকার যুবক ও যুব-মহিলাদের মাছচাষ বিষয়ে প্রশিক্ষন ও পরামর্শ প্রদানের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি;
প্রাকৃতিক জলাশয়ে জীব বৈচিত্র সংরক্ষেনর মাধ্যমে উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি;